সময় অনেক বড় একটা বিষয় প্রত্যেকটা মানুষের জীবনে। সময় বদলায়, মানুষ বদলায়, মানুষের অবস্থান বদলায়, মানুষের মেন্টালিটি বদলায়।
সময় যখন ভালো যাবে,
তখন একটার পর একটা ভালো কিছুই ঘটবে।
সময় যখন খারাপ যাবে,
তখন একটার পর একটা খারাপ কিছুই ঘটবে।
তাই সবসময় খারাপ সময়ের জন্য অপেক্ষা করতে হবে,
খারাপ সময় ঠিকে থাকতে পারলেই এরপর ভালো সময় শুরু।
আর ভালো সময় শুরু হলেই একটার পর একটা ভালো কিছু ঘটতে থাকবে।
সময়ের সাথে খেলতে পারা মানুষ গুলোই দুনিয়া চড়ায়। সময়ের সাথে খেলবেন লেভেল ১ পার করবেন, ভালো কিছু পাবেন।
এরপর সময় আবার খারাপ আসবে এটাকে পার করতে পারলে আবার ভালো কিছু।
এরকম একটার পর একটা লেভেল পার করতে করতে একদিন গেম ওভার হয়ে যায় জীবনের।
No comments:
Post a Comment