Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

 


শুধু কাজকে ভালোবাসুন,
টাকা কিচ্ছু না।

-- শেষ দোষ - The Last Fault




আপনি রিকশা চালান,
টাকা আসবে।

আপনি বাস চালান,
টাকা আসবে।

আপনি সিএনজি চালান,
টাকা আসবে।

আপনি চাকরি করেন,
টাকা আসবে।

আপনি ব্যবসা করেন,
টাকা আসবে।

আপনি মানুষের সাথে ফ্রড করেন,
টাকা আসবে।

আপনি ফ্রিল্যান্সিং করেন,
টাকা আসবে।

আপনি কোচিং করান,
টাকা আসবে।

আপনি টিউশন করান,
টাকা আসবে।


আপনি যে কাজই করেন টাকা আসবে।
সুতরাং টাকার চিন্তা মাথা থেকে ফেলে দেন।
এমন কিছু করেন যেটা আপনার ভালো লাগে,
যেটা করতে আপনার বিরক্ত লাগে না,
যেটা করতে আপনার সময়ের চলে যায় আপনি বুঝতে পারেন না।
যেই কাজ করলে আপনার মনে প্রশান্তি আসে,
যেই কাজে আপনি মনযোগ দিতে পারেন।


টাকার চিন্তা মাথা থেকে ফেলে দেন,
টাকা আপনার পিছে দৌঁড়াবে।
শুধু পছন্দের জায়গায় কাজ করেন,
কাজকে ভালোবাসেন।
কারণ কাজ কখনও বেঈমানি করে না।

টাকা কিচ্ছু না, সময় হলে টাকার কামড়ে আপনার বিরক্ত লাগবে।
না চাইতেও টাকা আপনার পিছে পিছে চলে আসবে।

শুধু কাজকে ভালোবাসুন, টাকা কিচ্ছু না।


-- শেষ দোষ - The Last Fault
Author: Shahe Arman 







No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]